১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

নাগরপুরে পূগলী সরিষাজানী রাস্তা উদ্বোধন করলেন এমপি টিটু

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
নাগরপুরে পূগলী সরিষাজানী রাস্তা উদ্বোধন করলেন এমপি টিটু

Sharing is caring!

নাগরপুরে পূগলী সরিষাজানী রাস্তা উদ্বোধন করলেন এমপি টিটু

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইলঃ টাংগাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন এর পূগলী সরিষাজানী রাস্তার উদ্বোধন করলেন টাংগাইল ৬ – (নাগরপুর দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
২০২২-২০২৩ অর্থবছরে “ গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড( এইচবিবি) করণ ২য় পর্যায়” শীষক প্রকল্পের আওতায় প্যাকেজ নং ড২৩১উউগঐইই-০১,গয়হাটা ইউনিয়নের সরিষাজানী জয়নাল আবেদীনের রাড়ির নিকট ব্রীজ হতে দক্ষিণ দিকে শুরু হয়ে পূগলী হাসানের দোকান সংলগ্ন পর্যন্ত রাস্তায় ১০০০.০০ মিটার পর্যন্ত এইচ বিবি করণ এর চুক্তিমূল্য ৫৯,৬৫,০৫০ টাকার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খন্দকার আঃ বাতেন মেম্বার,নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েলসহ যুবলীগ ছাত্রলীগ ও এলকার গন্যম্যান্য ব্যাক্তিবর্গরা এ-সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে এমপি টিটু বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। উন্নয়নের সরকার মানেই আওয়ামীলীগ সরকার নৌকার সাথে থাকুন উন্নয়ন আসবেই।