মোজাম্মেল হক লিটন, নোয়াখালী : চাটখিল উপজেলার আবু তোরাব গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালত ঐ গ্রামের অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম কে (৭৫) ৬মাসের কারাদন্ড দিয়েছে। পরে থানা পুলিশ তাকে নোয়াখালী কারাগারে প্রেরন করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল রায় জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য তিনি ঐ গ্রামে যান। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ার পর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ (৫) এর ১ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় এই দন্ড প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.