১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নোয়াখালী চাটখিলে ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের ৬মাসের কারাদন্ড

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
নোয়াখালী চাটখিলে ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের ৬মাসের কারাদন্ড

Sharing is caring!

নোয়াখালী চাটখিলে ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের ৬মাসের কারাদন্ড

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী : চাটখিল উপজেলার আবু তোরাব গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালত ঐ গ্রামের অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম কে (৭৫) ৬মাসের কারাদন্ড দিয়েছে। পরে থানা পুলিশ তাকে নোয়াখালী কারাগারে প্রেরন করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল রায় জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য তিনি ঐ গ্রামে যান। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ার পর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ (৫) এর ১ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় এই দন্ড প্রদান করা হয়।