Sharing is caring!
মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের দেইলপাড়া গ্রামে ঈদ আনন্দ বাড়াতে এক ব্যতিক্রম পাতিল বাইস খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন জি এম আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক শহিদুল্লা গাজী এশিয়া টেলিভিশন , শ্রী রবি রায় সরকার, মামুন মিয়া,
উক্ত পাতিল বাইস খেলার
আয়োজনে ছিলেন আমজাদ,আলকাস, মামুন,সাদেক,ইস্তিয়াক আহম্মেদ বাবুল, সোহেল মিয়া, মোফাজ্জল, উক্ত খেলা পরিচালনা করেন মোহাম্মদ নুরুলহক মিয়া।