১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

কারিতাস’র উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩
কারিতাস’র উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

Sharing is caring!

কারিতাস’র উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

জেসমিন জুঁই, বিশেষ প্রতিনিধিঃ কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন প্রকল্প “ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিস”। প্রকল্পটি মাদকনির্ভর নারী ও পুরুষদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পের অধীনে চকবাজার কাউন্সেলিং সেন্টারে সুস্থতাগামী পুরুষ ক্লায়েন্টদের নিয়ে ” আসক্তি প্রতিরোধে করণীয় ” বিষয়ক একটি মোটিভেশনাল কাউন্সেলিং সেশন আয়োজন করে। সেশনটি পরিচালনা করেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জান্নাতুল ফেরদৌস। সেশনে আসক্তি কি এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি সুস্থতাগামী মাদকসেবিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পারিবারিক কাউন্সেলিং, ব্যক্তিগত কাউন্সেলিং, ক্ষুদ্র ব্যবসায় শর্তহীন নগদ সহায়তা, মাদক বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, চিকিৎসা সহায়তা সহ নানাবিধ সুবিধা দিয়ে থাকে মাদকনির্ভর ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের। ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে উক্ত মোটিভেশনাল কাউন্সেলিং সেশনটি পরিচালনা করা হয়। সুস্থতাগামী মাদকসেবি ব্যক্তি ছাড়াও সেশনটিতে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল।