২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে দুই বাসের সংঘর্ষে আহত ১৫ জন

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
পলাশবাড়ীতে দুই বাসের সংঘর্ষে আহত ১৫ জন

Sharing is caring!

 

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএল পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে সীমান্ত এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় দু’টি বাসের মুখোমুখে সংঘর্ষ হয়। এসময় টিএল পরিবহনের বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। যাদের অধিকাংশই টিল পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনা পরিদর্শন শেষে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রংপুরের শাকিল (২০) ও রহিদুল (১৯) নামে দু’নের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা ও সঙিও ফোস উদ্ধার কাজের জন্য পৌছাঁর পূর্বেই স্থানীয়রা আহতদের উদ্ধার কাজ শেষ করেন।