সরকার পতনের মধ্যদিয়ে আন্দোলন সফল হবে: ফখরুল
স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর : দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পতনের মধ্যদিয়ে সে আন্দোলন সফল হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, রাজনীতি না করার পরও প্রতিহিংসার স্বীকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে কোকোকে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় কোকোর মরদেহ গ্রহণ করতে হয়েছে।
এর আগে, সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই; বরং সফলতার পথেই আছে বিএনপি। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা হচ্ছে একটি স্বপ্ন। এটি নিয়ে জনগণের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে।
সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১৪ বছরে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.