আফিয়া আশ্রাব বাধন, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং টার্নিংয়ের কাছে বিকল্প চ্যানেলে মুখে ১৯ যাত্রী নিয়ে পদ্মায় স্পিড বোট উল্টে গেছে। ১৮ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিন ইসলাম হোসেন (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটির সন্ধানে পদ্মায় এখন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌপুলিশসহ স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে স্পিড বোটটি উল্টে যায়। শিমুলিয়া ঘাট থেকে অন্যান্য স্পিডবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে। তিনি জানান, পদ্মায় আকস্মিক বাতাস আসলে বোটি উল্টে যায়।
মীরপুর ১২ নম্বরে সিদ্দিকুর রহমানের পুত্র দ্বিন ইসলাম তৃতীয় শ্রেণির ছাত্র। সে তার বাবা ও চাচার সাথে গ্রামের বাড়ি বরিশালের কাউয়ারচরের মোল্লার হাওলা গ্রামে যাচ্ছিল। এই দুর্ঘটনায় পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম। ঘাটে তার বাবা মুদি দোকানদার সিদ্দিকুর রহমান এবং চাচা বাবুল হালদার দিশেহারা হয়ে খোঁজাখোজি করছেন। বরিশাল থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছেন তার আরেক চাচা মো. শহিদুল হালদার। শহিদুল হালদার জানান, বাড়িতে ভাই ও ভাতিজা আসছে তাই তারা আনন্দে উন্মুখ হয়েছিলেন। কিন্তু এই দুর্ঘটনার খবর পেয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে এই রুটে স্পডিবোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.