২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষক গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১, ২০১৯
লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষক গ্রেফতার

Sharing is caring!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শুক্রবার রাত পৌনে ২টার দিকে সুজন মিয়া (২৫) নামে এক শিশু ধর্ষককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে লালমনিরহাট শহরের তালুক খুটামারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা জজ আদালতের সামনে থেকে ৮ বছর বয়সী এক শিশুকে কৌশলে আদালতের পিছনের জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুজন নামে ওই যুবক। শিশুটি হাতীবান্ধা উপজেলা থেকে তার মায়ের সাথে লালমনিরহাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
এসময় নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য কোর্ট চত্তরে বাসের অপেক্ষা করছিল। পরে মায়ের চোখকে ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে লম্পট যুবক সুজন। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেলে সদর থানায় অভিযোগ দেন মেয়েটির মা।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক সুজন পালিয়ে যায়। পরে রাত পৌনে ২টার দিকে সদর থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুরাকুঠি রত্নাই সেতু এলাকায় গেলে সুজন আবারও পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ গুলি চালালে তার পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।