২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে ফসলি জমি ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে ফসলি জমি ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের

Sharing is caring!

নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে ফসলি জমি ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইল

নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা স্থানীয়রা।
টাংগাইলের নাগরপুরে অসময়ে নদী ভাঙনের কারণে ফসলি জমি সহ ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের। সলিমাবাদ ইউনিয়ন এর ঘুনিপাড়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম বন্যায় রাক্ষস রুপে যমুনা ভেঙ্গে নিলে ও এখন অসময়ে নতুন করে ভাঙন শুরু করেছে ফসলি জমি। নাগরপুরের পশ্চিম পাশে যমুনার পূর্ব পাশে ধলেশ্বরী দুইদিক থেকেই গ্রাস করেছে নাগরপুর উপজেলাকে। বিগত কয়েক বছরের অব্যাহত নদী ভাংগনে ঘুনিপড়া পাইকশা মাইজাইলসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ফসলি জমি সহ ঘরবাড়ী ছাড়তে হয়েছে স্থানীয়দের।

নদী ভাঙন প্রতিরোধে স্থানীয়দের দাবী একটি দীর্ঘমেয়াদী সমাধান অর্থ্যাৎ বেড়িবাঁধ নির্মানের লক্ষ্যে নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে স্থায়ী সমাধান।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।