মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলা সহ ৩ মামলার আসামী মোঃ হিরন (২৭) কে গতকাল রোববার রাতে উপজেলার দিঘীরজান ব্রীজের উপর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হিরন সোনাইমুড়ী থানাধীন মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে। থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত হিরন কে সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে র্দীঘদিন থেকে এলাকায় পাগল বেশে পালিয়ে বেড়াচ্ছেন।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com