১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্ব ইজতেমা— মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের সিডিউল পরিবর্তন

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৩
বিশ্ব ইজতেমা— মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের সিডিউল পরিবর্তন

Sharing is caring!

বিশ্ব ইজতেমা—
মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের সিডিউল পরিবর্তন

জেলা প্রতিনিধি গাজীপুর : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার (২২ জানুয়ারি) ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এছাড়াও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশনে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হয়েছেন। এরই মধ্যে চলছে দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের বয়ান। কিছুক্ষণের মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এতে অংশ নিতে হাজার হাজার মুসল্লি এখনো ছুটছেন ইজতেমা ময়দানের দিকে। এর আগে, শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজ শেষে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেন মাওলানা সাদপন্থিরা।