Sharing is caring!
ইয়াবাসহ বেগমগঞ্জ থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার ১৩নং দূর্গাপুর ইউনিয়নের ‘দূর্গাপুর দারুস সালাম মোহাম্মদীয়া মাদ্রাসার সামনে, অবৈধ ভাবে মাদক বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে নোয়াখালীর ডিবি পুলিশ। ২১শে জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জসিম উদ্দিন(৩০), পিতা-মৃত মমিন উল্ল্যাহ, সাং-রসুলপুর (ছানা উল্ল্যাহ বেপারীর বাড়ী), ৩নং পৌর ওয়ার্ড, ১৩নং রসুলপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান মাদকসহ গ্রেফতারকৃত আসামি সহযোগীদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।