মোঃ সেলিম উদ্দিন লোহাগাড়া চট্টগ্রাম
সীমান্তবর্তী পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলাম, ক্যাম্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও ফাইতং বন ক্যাম্পের সদস্যগণ অভিযানে উপস্থিত ছিলেন। বনবিভাগ সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ইট ভাটায় জ্বালানী কাঠ হিসেবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে স্তুপ করে রেখেছে ইট ভাটার মালিকগণ। এমন খবরের ভিত্তিতে আজিজনগর ডলু রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলামের নেতৃত্বে ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৬ হাজার ৫০০শত টাকা। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল উদ্দীন বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বন সম্পদ রক্ষার্থে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। বন সম্পদ রক্ষার্থে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.