লংগদু, রাঙামাটি
রাঙামাটির লংগদুতে উপজেলা সাহিত্য পরিষদ গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার হল রুমে করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ এর সঞ্চালনায় এবং মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফেরদৌস আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খাঁন।
সাধারণ সভা শেষে লংগদু সাহিত্য পরিষদের ৫ সদস্যের উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
মাওলানা ফেরদৌস আলমকে প্রধান উপদেষ্টা এবং লংগদু সরকারি মডেল কলেজের প্রফেসর ঈশা কাদেরী, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা ও সাংবাদিক সৈয়দ ইবনে রহমতকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এদিকে কার্যকরী কমিটিতে প্রবীণ সাংবাদিক মোঃ এখলাছ মিঞা খান'কে সভাপতি ও লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক হাসান আলী খন্দকারকে সহ সভাপতি এবং সহকারী শিক্ষক সুলতান আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সভায় গাথাছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আমিনুর রশীদ, উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইখতিয়ারুজ্জামান, গাঁথাছড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, শিক্ষক কামাল হোসেন ও সমাজসেবক এবিএস মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্য হলো সমাজের দর্পণ স্বরূপ। সমাজের বাস্তব চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরাই সাহিত্যের কাজ। বর্তমানে ইন্টারনেটের যুগে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে। এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সাহিত্য চর্চা এবং লেখা লেখির প্রতি মনোযোগী করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.