নেত্রকোণা জেলা পুলিশে থেকে পুরস্কার পেলো কলমাকান্দা থানা
স্টাফ রিপোর্টারঃ কলমাকান্দা থানাকে সবুজয়ান পুরস্কার দিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মাসিক অপরাধ সভায় পুলিশ কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ থানার সাবেক অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান এবং বর্তমান অফিসার ইনচার্জ আবুল কালাম এর হাতে এই পুরস্কার তুলে দেন।
জানা যায়, বৈশ্বিক সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সকল পতিত জমিতে চাষাবাদের নির্দেশনা প্রদান করলে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে জেলার পুলিশ সুপার পুলিশ লাইন্স, সকল থানা এবং সকল পুলিশ স্থাপনায় পতিত জায়গায় সবজি, ফুল, ফল চাষের নির্দেশ দেন। সেই সাথে চাষাবাদে উৎসাহিত করতে, সবুজয়ানের জন্য পুরস্কার ঘোষণা করেন।
এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশ সদস্যরা অব্যবহৃত পতিত জায়গায় সবজি ফুল ও ফলের চাষ করে থানা প্রাঙ্গণ এবং পুলিশ লাইন্স সবুজ করে তোলে। সবুজয়ানের এই প্রতিযোগিতায় ৮০ শতাংশ জমিতে সবজি, ফুল চাষ করে প্রথম স্থান অধিকার করে কমলাকান্দা।
এসময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সকলের সবুজয়ান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে থানার সাবেক এবং বর্তমান অফিসার ইনচার্জের হাতে সবুজয়ান পুরস্কার তুলে দেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.