শেখ তিতুমীর ঢাকা : পাঠ্যবইয়ে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু তৈরির চেষ্টা করছে। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল থাকলে প্রয়োজন অনুসারে সংশোধন করা হবে বলেও জানান তিনি।শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শুধু পরিবর্তন নয়, ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।
সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগ আমলে নিয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। তাই ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।তবে নবম-দশম শ্রেণির বেশ কয়েকটি পাঠ্যবইয়ে আছে ভুল তথ্যসহ ভয়াবহ ইতিহাস বিকৃতিও। নানা সমালোচনার মুখে সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভুলের সংশোধনী প্রকাশ করেছে। এ বিষয়ে দীপু মনি বলেন, একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন প্রায় ৩৪ কোটি বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা সারা দেশের কয়েক কোটি শিক্ষার্থী।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.