Sharing is caring!
এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে পুরনো হাসপাতাল
শেখ তিতুমীর আকাশ ঢাকা : দেশের সব বিভাগের পুরানো বড় হাসপাতালগুলোকে এক হাজার শয্যার করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাসপাতালের মেঝেতে বসে কাউকে যাতে সেবা নিতে না হয় সরকার দ্রুতই সে বিষয়ে উদ্যোগ নিবে। সেই সঙ্গে হাসপাতালের সব যন্ত্রপাতি সচল রাখাসহ কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে নির্মাণাধীন ২০০ শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বাস্থ্য বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।