কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।বুধবার (১৮ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কুয়াশা ও কনকনে শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষজন। অপরদিকে ঠান্ডা উপেক্ষা করে সময়মতো কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নদ-নদীবেষ্টিত সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের মানুষ।
জেলা শহরের রিকশাচালক আবেদ আলী বলেন, ‘গত কয়েক দিন ধরে ঠান্ডার মাত্রা খুব বেশি। বিশেষ করে সন্ধ্যা নামার আগে কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা নেমে আসে। এ অবস্থায় ঠিকমতো রিকশাও চালাতে পারছি না।
কৃষক শহিদ মিয়া বলেন, ‘অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে জমির ধান নষ্ট হচ্ছে। বীজতলার চারা ধান শীতের কারণে হলদে হয়ে মরে যাচ্ছে। দিনমজুর আবিদ আনসারী বলেন, ‘শীতের কারণে তারা মাঠে কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় কমে গেছে।’
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তুহিন বলেন, গত ৮ জানুয়ারি থেকে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও আজ বুধবার শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.