২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯

Sharing is caring!

কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ

প্রতিবেশী দেশ ভারতের কাশ্মীর রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

এতে বলা হয়, এ উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী।

গণমাধ্যমসূত্রে অবহিত হয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাশ্মীর রাজ্যের বর্তমান পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি।

কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম তথা সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও শান্তির দ্রুত প্রত্যাবর্তন বিএনপি কামনা করে।

ইতিমধ্যে জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানিয়েছে, তা সময়োচিত আহ্বান হিসেবে মনে করে বিএনপি।

সংশ্লিষ্ট সবপক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন, তাও বাস্তবসম্মত বলে বিএনপি মনে করে।

বিএনপি বিশ্বাস করে, যেকোনো সমস্যা সংশ্লিষ্ট পক্ষরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবে বলেও বিএনপি বিশ্বাস করে।

কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে বিএনপির প্রত্যাশা।