১৫ই জানুয়ারী ২০২৩ইং "ভোরের কোকিল সাহিত্য পরিষদে'র আয়োজনে কলকাতা শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে সাহিত্য সন্মেলন অনুষ্ঠিত
শেখ তিতুমীর (পিআইডি) আন্তর্জাতিক ডেস্ক: ঝমকালো আয়োজনে এক বিশাল সাহিত্য সন্মেলন অনুষ্টিত হয় জানা যায় ভোরের কোকিল সাহিত্য পরিষদের আয়োজনে কলকাতা শিয়ালদহ "কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে" সাহিত্য সন্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন ডঃ-সমীর শীল, বিশেষ অতিথি গৌরব চক্রবর্তী, ভবানী শঙ্করবন্দোপাধ্যায়, মোহাঃ হাসানুজ্জামান, সুশান্ত ঘোষ, আবদুস শুকুর আলী মল্লিক, সুব্রত ভট্টাচার্য, ও মূখ্য উপদেষ্টা বিউটি দাশ মহাশয়া সকলে মঞ্চের শোভা আলোকিত করেছেন।
প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্নেহা দাশ। তার পর বক্তব্য রাখেন, তাপস কুমার বর (প্রতিষ্ঠাতা সভাপতি), আশীষ মণ্ডল(সাধারণ সম্পাদক), বিউটি দাশ(মুখ্য উপদেষ্টা), তপন কুমার পাল, দেবাশীষ অধিকারী, জলি ঘোষ, সকলের ক্ষুদ্র বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিতে প্রেক্ষাপট তুলে ধরেন।
একশো পঁয়ত্রিশ জন লেখক- লেখিকা এবং আবৃত্তি শিল্পী, বিচারকগণ, নৃত্যশিল্পীদের নিয়ে ভোরের কোকিল তৃতীয় সংকলনটি অথিতিদের হাত দিয়ে মোড়ক উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানে সাহিত্য রত্ন, সত্যজিৎ রায় স্মৃতি সন্মান, ভোরের কোকিল বার্ষিক সন্মান, রঞ্জন দত্ত স্মৃতি সন্মান, সচ্চিদানন্দ স্মৃতি সন্মান ও বিচারক স্মৃতি সন্মান দিয়ে সন্মানিত করা হয় এবং প্রত্যেক কবিদের বরণ ও ব্যাচ পড়িয়ে সন্মান জানানো হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনার ছিলেন, অরিজিৎ বসু ও মদন মণ্ডল, এবং অথিতি প্রসেনজিৎ মান্না, ইন্দ্রজিৎ রাউৎ,রুমা সিংহ দাঁ পোদ্দার মহাশয়।
সর্বশেষ কবি বিউটি দাশ, তাপস কুমার বর, আশীষ মণ্ডলের, ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে।অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.