চাটখিল উপজেলা যুবলীগ নেতা সালাহ উদ্দিন সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের নিন্দা
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা যুবলীগের আসন্ন কাউন্সিল সভাপতি প্রার্থী সালাউদ্দিন সুমনের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। সম্প্রতিকালে খিলপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সাথে সালাহ উদ্দিন সুমনের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। গত রোববার রাতে খিলপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়িতে কয়েকজন মুখোশধারী প্রবেশ করে। ঘটনার বিবরণে জানাগেছে, ওই মুখোশধারীরা গোলাম মোস্তফার বাড়িতে গুলি করে। তিনি বলেন, রোববার রাত ২টার দিকে ৭-৮ জন দুস্কৃতিকারী তার বাড়িতে প্রবেশ করে সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা ভাংচুর করে। একপর্যায়ে তারা বসতঘরের জানালার গ্লাস ভাংচুর করে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে, দরজা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে। গোলাম মোস্তফার অভিযোগের সাথে ঘটনার মিল পাওয়া যায়নি। তিনি বলেছেন, সিসি ক্যামেরার ভাঙচুর করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়। অথচ ঘটনার সময় দুষ্কৃতিকারী যখন ঘটনাস্থলে প্রবেশ করে তার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সালাহ উদ্দিন সুমনের বিরুদ্ধে গোলাম মুস্তফার আনিত অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে, সালাউদ্দিন সুমন পূর্বশিখা কে বলেন, এগুলো সম্পূর্ণ ষড়যন্ত্র। আমি গত কয়েকদিন যাবত ঢাকা অবস্থান করছি। তিনি বলেন, গোলাম মুস্তফা একজন বয়োঃবৃদ্ধ মানুষ । প্রবীন আওয়ামী লীগ নেতা, আমি সব সময় তাকে শ্রদ্ধা করি। এগুলো সব ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ওনার বাড়ীতে গুলি করানোর মতো ঘটনা আমি কেন করতে যাব? এ ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গোলাম মোস্তফার বাড়িতে মুখোশধারীদের প্রবেশ ও গুলির ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে, নোয়াখালী ১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম পূর্বশিখাকে বলেন, কারা গোলাম মোস্তফার বাড়িতে প্রবেশ করেছে। কারা এ ঘটনার সাথে জড়িত খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা উন্মোচন হবে। তিনি বলেন, অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। এইচ এম ইব্রাহিম এমপি বলেন,গোলাম মোস্তফার বাড়িতে মুখোশধারীদের প্রবেশের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। এখন আর এদেরকে আইনের আওতায় আনতে বেগ পেতে হবে না বলে তিনি মন্তব্য করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.