মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের (পূর্ব পরকোট) মাওলানা মোজাফফর আহমদ আশরাফুল উলুম কওমী মাদ্রাসার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা মনির আহমেদ এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান (সুজন মাস্টার), সাধারণ সম্পাদক এম এ মাসুদ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সি, পরকোট ইউনিয়ন সভাপতি খায়রুল বাসার খায়ের, পরকোট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হাজী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও ডা:নজরুল ইসলাম প্রমূখ।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির মাদ্রাসা নির্মাণের জন্য ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।