
শেখ তিতুমীর ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১১টি পদের বিপরীতে আওয়ামী ও বিএনপি সমর্থিত চার প্যানেলের ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতি বার (১২জানুয়ারি) নির্বাচন কমিশনার ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।
নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুল আলম, সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, যুগ্মসম্পাদক পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি সদস্য পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বি, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, বায়োকে মিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুবকর সিদ্দিক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান প্রার্থী হয়েছেন।আওয়ামী সমর্থিত শিক্ষকদের আরেক প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন, সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল, সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো.আবু হেনা পহিল প্রার্থী হয়েছেন।
এই প্যানেল থেকে ছয়টি সদস্য পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক, আইআইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা, আইএমএল এর ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান প্রার্থী হয়েছেন। বিএনপি সমর্থিত শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ থেকে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সহ-সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মনযুর উল হায়দার, সাধারণ সম্পাদক পদে পরিংখ্যান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ও এই প্যানেল থেকে ছয়টি সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক মুহ. মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. তাজ উদ্দীন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম প্রার্থী হয়েছেন।বিএনপি সমর্থিত আরেক শিক্ষক প্যানেল ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে সভাপতি পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, কোষাধ্যক্ষ পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেল থেকে ছয়টি সদস্য পদে প্রার্থী হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন,পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান।
আগামী বুধবার (১৮ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক সমিতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৫৬০ শিক্ষকের মধ্যে ৪২৪ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন এবং বাকি ১৩৬ জন শিক্ষক শিক্ষাছুটিসহ অন্যান্য ছুটিতে আছেন এবারে র নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিন য়িারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. এ বি এম আব্দুল মালেক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ শহিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনয়িারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আহমদ সায়েম।