২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে মেয়ের জামাইকে পেটাচ্ছিলেন শ্বাশুড়ি, বাধা দেওয়ায় লাশ হলেন আবুল।

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩
কালিহাতীতে মেয়ের জামাইকে পেটাচ্ছিলেন শ্বাশুড়ি, বাধা দেওয়ায় লাশ হলেন আবুল।

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টারঃ মেয়ের জামাই বাবুল। তিনি ঘরে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় পেছন থেকে শাশুড়ি আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। তখন বাবুলের চিৎকারে তার চাচাতো ভাই আবুল হোসেন (৫০) এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন অনোয়ারা। এতে আবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে বৃদ্ধের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আবুল হোসেন মৃত আক্কেল আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের মেয়ে ও তার মেয়ের জামাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। তারা মাঝে মধ্যেই ঝগড়ায় জড়াতো। তারই ন্যায় গতবুধবার রাতে বাবুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়।

এ বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে আসেন। এক পর্যায়ে বাবুল খেতে বসলে তার শ্বাশুড়ি তাকে পিটাতে শুরু করে। পরে বৃদ্ধ আবুল বাধা দিতে আসলে তাকে পিটিয়ে আহত করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শুকুমার ঘোষ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মারামারি হয়। এতে আবুল হোসেন এগিয়ে গেলে তিনিও আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পারি পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।