চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভার ব্রীজের নিচে দীর্ঘদিন যাবত দখলে থাকা বিশাল বস্তি গত ৬ সেপ্টেম্বর উচ্ছেদ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উচ্ছেদের তিন মাস না যেতেই ফের নির্মিত হচ্ছে পঞ্চাশটি সেমিপাকা ঘর। শনিবার সকাল থেকে দেওয়ানহাট ওভারব্রীজের নীচে এ জায়গায় নির্মাণ কাজ শুরু করেছে কতিপয় চক্র।
স্থানীয়রা জানান, আগে বেড়া ও টিনের ঘর থাকলেও এবার সেমিপাকা ঘর বানানো হচ্ছে এখানে। সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, উচ্ছেদকৃত জায়গায় কাটা তারের ঘেরাও কেটে দেয়াল তোলা হচ্ছে। নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পঞ্চাশটি সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে এখানে। তবে কার নির্দেশে তারা কাজ করছেন তা বলতে রাজি হননি কেউ। তবে স্থানীয়রা জানান, জিয়া ও সালাউদ্দিন এখানে ঘরগুলো নির্মাণ করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ এই প্রতিবেদক-কে বলেন, দেওয়ানহাট ওভারব্রীজের নীচের জায়গায় গোডাউন করার জন্য আবেদন জমা হয়েছে। আর অনুমোদন পাওয়ার আগেই তারা সেখানে কাজ শুরু করে দেয়। বিষয়টি জানতে পেরে আজ সকালে আমি গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তাছাড়া, সিটি কর্পোরেশন তো জায়গাটা আর ফেলে রাখবে না, তবে এখানে কোন প্রকার বসতঘর স্থাপনা নির্মাণ করার অনুমোদন দেওয়া হবে না।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে উচ্ছেদ করার সময় এই বস্তিতে অন্তত দুইশো পরিবার বসবাস করতেন। অতর্কিত উচ্ছেদ করায় সেসময় বিপাকে পড়েছিল হাজার খানেক অসহায় মানুষ৷ তারা দীর্ঘ ২০/২৫ বছর যাবত সেখানে বসবাস করে আসছিলেন। উচ্ছেদ হওয়া সেই বস্তির বাসিন্দাদের অভিযোগ, চসিকের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের আশ্বাস দেয়া হলেও কথা রাখেনি কেউ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.