২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড কমিটি গঠ

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৩
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড কমিটি গঠ

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

রবিবার (০৮ জানুয়ারী) বিকাল ৫ টায় মোক্তারপাড়াস্থ ঘাতক দালাল নির্মূল কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ব্যক্তিবর্গের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন কল্পে কমিটির লক্ষ্য উদ্দেশ্য ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকার।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মোঃ শাহিন উদ্দিন আহমেদ,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা শাখার সাধারণ সম্পাদক রইস মোঃ হাবিব খান মুক্তি, বিশিষ্ট গায়ক গোলাম মৌলা সহ আরো অনেকে।

আলোচনার শুরুতে সকলে দাঁড়িয়ে সকল শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে। বক্তাগণ জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড কমিটির মাধ্যমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী কে সাফল্যমন্ডিত করার প্রয়াস ব্যক্ত করেন।

সকলের সম্মতিক্রমে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড কমিটির সভাপতি বিশিষ্ট গায়ক গোলাম মৌলা, সহ-সভাপতি মনিরুজ্জামান বাবুল, তাজিম উদ্দিন ফকির, শিমূল মিলকী, মনোয়ার সুলতান, স্বপন সরকার, রানা আহম্মদ খান পাঠান মামুন , সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক দুলাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, সালাহউদ্দিন খান রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি দেলোয়ার হোসেন মাসুদ সহ মোট ৭১ জন সদস্য নির্বাচিত হন।