Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সোনাইমুড়ির জয়াগ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় ও শিক্ষা উপকরণ বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেল্লাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়াগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।