মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চাটখিল উপজেলা ছাত্রলীগ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল আনন্দ র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধু মুরাল থেকে বিশাল আনন্দ র্যালি টি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এরপর এখানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ প্রতিষ্ঠায় ছাত্রলীগ কাজ করে। বক্তারা বলেন, ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এসব কিছুতে রয়েছে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা।
বক্তারা বলেন, ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের সকল আন্দোলনের অন্যতম শক্তি। দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ছাত্রলীগ সর্বপ্রথম এর প্রতিবাদে রাজ পথে নেমে আসে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল (ভিপি সাকিল), পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ তরুন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরসেদ আলম,চাটখিল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন সরকার, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শামসু,চাটখিল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলিয়াত, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক স্বপন পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম ও ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.