২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাটখিল ও সোনাইমুড়ীতে বই বিতরণ উৎসবের যোগ দিয়েছেন স্থানীয় এমপি সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
চাটখিল ও সোনাইমুড়ীতে বই বিতরণ উৎসবের যোগ দিয়েছেন স্থানীয় এমপি সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (১ জানুয়ারি) রোববার বই বিতরণ উৎসবে যোগ দিয়েছেন স্থানীয় এমপি সহ আওয়ামিলীগ নেতৃবৃন্দ। এছাড়া উভয় উপজেলার ইউএনও সহ সরকারি কর্মকর্তারা এই সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম খিলপাড়া উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম কড়িহাটি উচ্চ বিদ্যালয়, নাহারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরপাড়া উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে যোগ দেন।

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির খিলপাড়া উচ্চ বিদ্যালয়, পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় ও জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে যোগ দেন।

এছাড়া চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ও সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার ইসমাইল হোসেন সহ সরকারি কর্মকর্তারা স্ব স্ব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। বছরের ১ম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।