Sharing is caring!
বোরহান উদ্দিন(ভোলা)প্রতিনিধিঃ বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বসতঘরসহ জমি সিনেমা স্টাইলে প্রকাশ্য দখল। লোকমান নামক ভিক্টিমকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। তাদের প্রতিপক্ষ একই বাড়ির সেলিম, ছলেমান, সোহেল, তুহিন ওরফে নাদিম, নাহিদ ও মৌসুমি হামলা চালায় ও বসতঘর দখলসহ অমানুবিক নির্যাতন চালায় লোকমানের উপর।
শুক্রবার বিকালে তৃতীয়বার হামলার ঘটনা ঘটে। বসতঘর দখল করায় রাতে বাহিরে ঘুমানোর সময় গায়ে পানি ঢেলে নির্যাতন ও উঠানে থাকা মোটরসাইকেল পুকুরে ফেলে দিয়েছে প্রতিপক্ষরা । থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায় । পুলিশের সামনে প্রকাশ্য দ্বীতিয়বার ভিক্টিমকে পিটিয়ে আহত করে। তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সামনে তৃতীয়বার ভিক্টিম লোকমানকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।
এসময় উপস্থিত সাংবাদিক তুহিন খন্দকার ও তার সহকারী শরিফ,বিল্লাল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে ও ক্যামেরা ভাংচুর চালায় সন্ত্রাসী সেলিম, ছলেমান, শাহীন আলম,সোহেব , তুহিন ওরফে নাদিম, নাইম ও মৌসুমি। আহত সাংবাদিক ও ভিক্টিম বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়।
অনুসন্ধানে জানা যায়, হামলাকারী তুহিন ওরফে নাদীম এর বিরুদ্ধে, হাসান নগর ইউনিয়নে, প্রমানসহ নারী ও শিশু ধর্ষণ মামলায় সাজা দেয় বিজ্ঞ আদালত। পরে কয়েকমাস জেল খেটে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসেন। সন্ত্রাসী ছলেমান এর বিরুদ্ধে এসিড মামলা ও ভুমি দখলের মামলা ছিল। এলাকায় পূর্ব থেকেই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা। এবং সেলিমের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতন মামলা ও জোরপূর্বক জমি দখলের মামলাও চলমান রয়েছে।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোরহানউদ্দিন অনলাই প্রেসক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম প্রক্রিয়া চলছে।