২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

চাটখিলে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন-২৩ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২
চাটখিলে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন-২৩ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

 

মোজাম্মেল হক লিটন নোয়াখালী প্রতিনিধিঃ ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল‍্যাণমুখী রাজনীতি, ইনসাফপূর্ণ রাষ্ট্রব‍্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই, এই স্লোগানটি সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা (উত্তর) শাখার আওতাধীন চাটখিল থানা শাখার চাটখিল উপজেলার সম্মেলন-২৩,সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) দুপুর ৩ টা চাটখিল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন চাটখিল উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

মুহাম্মাদ দিদারুল ইসলাম ও মুহাম্মাদ ফয়সাল হোসেনের সঞ্চালনায় প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শূরা সদস‍্য মুহাম্মাদ মিজানুর রহমান আতিকী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা (উওর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি এইচ এম মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য পেশ করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি খুরশিদ আলম ত্বালহা, উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মাওলানা নূরুল ইসলাম, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা হুমায়ন কবির, উপজেলা ইসলামী যুব আন্দোলনের আহ্বায়ক মাওলানা আব্দুল কাদের, জেলা ছাত্র আন্দোলন (উত্তর) সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল হাসান জিটু, জেলা ছাত্র আন্দোলন (উত্তর) সাবেক সভাপতি জহিরুল ইসলাম কাউসার, আল-আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ সালে আহমেদ, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওঃ শামসুল আলম, লক্ষীপুর চন্দ্রগঞ্জ শাখার দায়িত্বশীল মাওলানা শরিফুল ইসলাম রাব্বানী, মাওলানা ফখরুল ইসলাম, বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ সালেহ আহমেদ, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম শিফন, ফয়সাল আহমেদ, পারভেজ হোসেন, মন্জুর এলাহী, আজাদ হোসেন,আশিক এলাহী, ফাহিম হোসেন, জোবায়েদ হোসেন, জুনায়েদ আহম্মেদ, মেহেদী হাসান সহ থানা ও বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ।

বক্তরা বক্তব্যে বলেন, স্বচ্ছ-দক্ষ ও জবাবদিহীপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামি কার্যকর পন্থা। যুব সমাজ আজ স্বীয় আত্মপরিচয় সংকটে ভুগছে। সর্বত্র দলীয়করণ, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের ফলে শিক্ষিত যুবকরাও নীতি-নৈতিকতা ভুলে দিনদিন অপরাধের দিকে ঝুকছে। এমতাবস্থায় একদিকে ইসলাম ও নৈতিক শিক্ষাকে প্রায় ঐচ্ছিক করে দিয়েছে।

অন্যদিকে গল্প-সিনেমা-নাটকে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাড় করিয়ে তরুনদের মননে ইসলামবিদ্বেষ পুষ করে দেয়া হচ্ছে। ইসলাম থেকে দূরে অবস্থান নেয়ার ফলে দিনদিন সমাজে অপরাধ বাড়ছে। যা দেশের অর্থনৈতিক সম্পৃদ্ধির পথেও বাঁধা হয়ে দাঁড়ায়েছে। এমতাবস্থায় রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সম্পৃদ্ধি অর্জনে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। গরীব অসহায় মানুষের পাশে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, ঈদের দিনে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামী ছাত্র আন্দোলনের অন‍্যতম কাজ।

সম্মেলনের প্রধান বক্তা, জেলা সভাপতি এইচ এম মাহমুদুর রহমান তাঁর বক্তব্য শেষে ইশা ছাত্র আন্দোলনের ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৩ সেশনের চাটখিল উপজেলায়র কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে, সভাপতি- এইচ এম সাইফউদ্দিন গাজী, সহ-সভাপতি- মুহাম্মাদ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশেক এলাহী এর নাম ঘোষণা করেন।

উল্লেখ‍্য এই যে, সম্মেলনের সর্বশেষ পর্যায়ে ছাত্র আন্দোলনের চাটখিল থানা শাখার সাবেক ৪০ জন দায়িত্বশীলদের মধ‍্যে সম্মাননা স্মারক তুলে দেয় সংগঠনটির সদ‍্য বিদায়ী সভাপতি এইচ এম রেজাউল করীম।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031