২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

 

মোঃ তারাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর একটি টিম সৈয়দপুর শহরের অভিযান চালিয়েছে। এতে নকল ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান চলে। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সামসুল আলম। সাথে ছিলেন সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও থানার এস আই প্রফুল্ল।

শহরের শহীদ সামসুল হক সড়কে অভিযান কালে হিরো স্টোর নামে একটি পাইকারী মনোহরি দোকান থেকে মিরপুরী ও ইসপাহী চা পায়। যা ভেজাল পন্য। এছাড়া রাধুনী নকল সরিষা তেলও বিক্রি করা হচ্ছিল।

একারণে দোকান মালিক তাজুল ইসলামের ৩০ হাজার টাকা এবং একই সড়কের মাসুদ স্টোরের মালিক মাসুদ রানার ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।