Sharing is caring!
লেখকঃ- মুহম্মদ শাহাদাত হোসেন ( ফিরোজ)
তোমাকে খুঁজেছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে
খুঁজেছি তোমাকে সূর্যসেনের ফাঁসির বেদীতে
মুক্তির জয়গান গাহিতে গাহিতে ;
খুঁজেছি তোমায় প্রীতিলতার নির্ভীক সাহসিকতায়,
মুক্ত হবো বলে ব্রিটিশ শোষণ বঞ্চনায়
মাঠের কৃষক লাঙল ফেলে ছুটেছিলো যে দুপুর বেলায়
তিতুমীরের বাঁশের কেল্লায়
তোমাকে খুঁজেছি সেদিন মুক্তিকামী সৈনিকের দলে
শত্রুর কামানের সম্মূখ বুক পেতে দিলো যারা বীরবলে।
খুঁজেছি হাজী শরীয়ত উল্যার ফরায়েজি আন্দোলনে
খুঁজেছি তোমায় ফকির মজনু শাহের জাগরণে ,
যেদিন তোমায় হারিয়েছিলাম ভাগীরথীর স্রোতে
আমার মায়ের সোনার কাঁকন গিয়েছিলো হারিয়ে
তোমাকে খুঁজেছি ‘৫২ এর ঝাজালো মিছিলে
খুঁজেছি ৬৯ এ উত্তপ্ত রাজপথে
খুঁজেছি তোমায় ‘৭০ এর নির্বাচনে
তোমারই প্রতিচ্ছবি দেখি আমি ‘৭ মার্চে ‘র অগ্নিঝরা ভাষণে
কতো রক্ত কতো অশ্রু দিয়েছি জলাঞ্জলি
তোমাকে ঘরে আনবো বলে
আর গাহিবো গান প্রাণ খুলে
তুমি দিলে উঁকি অবশেষে এক ভোরে
‘৭১ এর ১৬ ডিসেম্বরে
ছড়িয়ে দিলে বিজয় বারতা
হে স্বাধীনতা
তোমাকে খুঁজেছি