চট্টগ্রাম প্রতিনিধি:
দালালির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লার এবাইদুল হকের ছেলে সোহেল রানা (২৪)। তিনি নগরীর পাঁচলাইশের শোলকবহর মির্জারপুল এলাকায় থাকেন। আরেকজনকে হলেন, কুমিল্লার ইফতেখার আহমেদের ছেলে ইমতিয়াজ আহমেদ (২১)। তিনি আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনিতে বসবাস করেন। অন্যজন হলেন চট্টগ্রামের মো. আইয়ুবের ছেলে মো. ইমন (২৪)। তিনি বাদুরতলা এলাকায় বসবাস করেন।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জাতীয় সপ্তাহিক অভিযোগ পত্রিকা কে বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিন দালালকে আটক করা হয়েছে। তারা ওয়ার্ডে আসা রোগী ও স্বজনদের হয়রানি করে আসছিলেন। তাদের আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়ে।তিনি আরো বলেন আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি এসব দালাল দের ধরার জন্য যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করতেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.