স্টাফ রিপোর্টার: টাংগাইলের নাগরপুরে জনসাধারণের চলাচলের ইট সইলিং রাস্তার বেহাল দশা। নাগরপুরে প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের অবৈধ কাঁকড়া গাড়ী দিয়ে চলাচলের রাস্তাগুলো নষ্ট করে ফেলছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় কেউ এদের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না।
নাগরপুরের গয়হাটা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সড়কের ইট সইলিং রাস্তায় সহ বিভিন্ন চলাচলের রাস্তাগুলো কয়েকজন মাটি ব্যবসায়ীর কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বনগ্রাম ইজারাকৃত সাপ্তাহিক হাট সহ বনগ্রাম দাখিল মাদরাসা, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তার এমন দশা করেছে বলে এলাকাবাসী বাধা দিয়েও কোন কাজ হচ্ছে না বলে জানায় হাট কমিটি ও এলাকা বাসী।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com