Sharing is caring!
জাহিদ হাসান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৪নং কুচলীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি জানান, শিক্ষার মান বৃদ্ধি ও জাতিকে কর্মমুখী করতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি ছাড়া কোন বিকল্প নেই। তাই প্রথমিক স্কুল গুলোর শিক্ষক ও কমিটিকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ন চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, কুচলীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রধান, পাটগাম উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, পাটগ্রাম উপজেলা এলজিইডি কর্মকর্তা মাহবুব উল আলম,৪ নং কুচলীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।