Sharing is caring!
স্টাফ রিপোর্টার খুলনা: খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ ডিসেম্বর রাত ৩টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে রাত ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কে আটক বেলাল মোড়লের বাসার ছাদে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- নগরীর দৌলতপুর থানা এলাকার আজিজুর রহমান মিঠু (৪০), আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬) একই এলাকার রাসেল (২২) এবং দিঘলিয়া এলাকার জিহাদ মুন্সি (২৪)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৬ এর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। আড়ংঘাটা বাজারের কাছাকাছি এলাকায় চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে তাদের নিকটবর্তী বেলাল মোড়লের বাড়িতে নিয়ে যান তারা। সেখানে স্বামীকে নিচের ঘরে আটকে রেখে ছাদে নিয়ে তিনজন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন এবং একজন মোবাইলে ভিডিও ধারণ করেন। এ ঘটনা জানতে পেরে অভিযানে নামে র্যাব। তথ্যপ্রযুক্তি ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয় এবং রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার রাতেই ভুক্তভোগী ওই নারী এ ঘটনায় আড়ংঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।