মোঃ তারাজুল ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারীঃ প্রশাসনের নাকের ডগা দিয়ে তিস্তা নদী থেকে ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি দেখেও নিরব প্রশাসন। তিস্তা নদী থেকে বালু তোলার জন্য সরকারের অনুমতির নিয়ম থাকলেও প্রভাবশালী ওই মহল
কিছুই তোয়াক্কা করছেন না। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে, বেপরোয়া বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে ওই এলাকাসহ আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি।
নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলিরবাজারের পাশ দিয়ে বয়ে
যাওয়া তিস্তা নদীর বালু ইজারা ছাড়াই অবৈধ ভাবে উত্তোলন করছেন সরকার দলীয়
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ছাত্রনেতা ময়নুল হক। বালু ব্যবসার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হাওয়ায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগও করতে সাহস পাচ্ছেন না। দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় এমন কাজ চললেও প্রশাসন দেখেও না দেখার ভান করছে।
যদিও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা-৪ এর (খ) অনুযায়ী চাষাবাদ জমি, বসতবাড়ি,
সরকারি ও বেসরকারি স্থাপনা থেকে কমপক্ষে ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ থাকলেও সরকারের অনুমতি ছাড়াই তিস্তার বালু উত্তোলন করছে এসব ব্যবসায়ী।
একটি সূত্রে জানাযায়, গ্রাম বিকাশ নামের একটি এনজিওর আওতায় ভিটেবাড়ি
উচুকরণ কাজে এসব বালু তিস্তা নদী থেকে উত্তোলন করা হচ্ছে। সরকারের অনুমতি
ছাড়াই প্রায় ৮/৯টি সিক্স সিলিন্ডার ও ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন কাজ অব্যাহত রয়েছে, যা দেখার কেউ নেই। গ্রাম বিকাশের প্রজেক্ট ইঞ্জিনিয়ার শাহাজান আলী জানান জনসাধারনের উপকারে কারো অনুমতি লাগেনা। তারপর মৌখিক অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
টেপাখড়িবাড়ীর তেলিরবাজারের স্থানীয়দের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, সরকার দলীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন যেভাবে ভালু উত্তোলন করছে সামনের বর্ষায় ভোগান্তি দেখা দিতে পারে। এছাড়াও বসতবাড়িসহ চাষাবাদ জমি গুলো ক্ষতিগ্রস্থ হবে বলে স্থানীয়দের অভিযোগ।
জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন।
ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সাথে কথা বলতে একাধিকবার ফোনে চেষ্টা করলেও
তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইসুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি ইউএনওকে বলেন আমি পুলিশের সাপোর্ট দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনকে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.