২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আদালতে পুলিশ কনস্টেবলকে ব্লেড দিয়ে পোঁচ, স্বামী-স্ত্রী আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
আদালতে পুলিশ কনস্টেবলকে ব্লেড দিয়ে পোঁচ, স্বামী-স্ত্রী আটক

Sharing is caring!

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ; মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকাজ চলাকালে বহিরাগতের ব্লেডের পোঁচে মোহাম্মদ আলী (৫৫) নামে কোর্ট পুলিশের এক কনস্টেবল জখম হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলার এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

মো. জালাল (৫৭) হোসেন নামে বহিরাগত এক ব্যক্তি এ কাণ্ড করেন। পরে আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন জানান, দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের আদালতে একটি মামলার শুনানি চলছিল। আদালতে দায়িত্ব পালনকালে হঠাৎ এজলাস কক্ষে ঢুকে মো. জালাল হোসেন নামে এক ব্যক্তি কনস্টেবল মোহাম্মদ আলীকে ধারালো ব্লেড দিয়ে ঘাড়ে পোঁচ দেয়ার চেষ্টা করেন। এ সময় মোহাম্মদ আলী আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীর ব্লেডের পোঁচে তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। মোহাম্মদ আলীর চিৎকারে কোর্টের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আইনজীবীসহ আদালতে উপস্থিত সবাই তাকে রক্ষার চেষ্টা করেন। এ সময় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে এবং ব্লেডটি উদ্ধার করে। এ ঘটনায় আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।

এ ঘটনায় জালালের সঙ্গে আসা তার স্ত্রী রীনা আক্তারকে (৪৫) পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। আহত মোহাম্মদ আলীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর আরও বলেন, জালাল বা তার স্ত্রী মামলার কোনো আসামি কিংবা বাদী নন। কী করণে তারা এ ঘটনা ঘটিয়েছে, সেটির তদন্ত চলছে।

এদিকে ঘটনার পরপরই সিআইডির একটি টিম তদন্ত শুরু করেছে।