টমাস কান্তি নাথ (ওমান)
বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ওমান প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ওমানের বাঙালি অধ্যুষিত এলাকা জালান বনি বোয়ালির স্টেডিয়াম সংলগ্ন কনফারেন্স হলে অত্র এলাকার সর্বস্তরের বাংলাদেশী প্রবাসীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস মাসকাট এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যৌথ আয়োজনে এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক। মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস রওশন আরা পলি, প্রথম সচিব, পাসপোর্ট ও ভিসা বাংলাদেশ দূতাবাস মাসকাট ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল পাশা এবং গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ও আলহাজ্ব শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে অবৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত টাকা পাঠানোর কুফল এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে কি কি সুফল পেতে পারে তার উপর বক্তব্য রাখেন জালান বোয়ালীর বিশিষ্ট রাজনীতিবিদ বাবু গৌরাঙ্গ, রাজনীতিবিদ জনাব শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সিআইপি জনাব হাফেজ মোঃ ইদ্রিস ও বাংলাদেশী স্কুল জালানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নার।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম এন আমিন।
বিশেষ অতিথি হিসেবে বিষয়বস্তুর উপর মূল্যবান বক্তব্য রাখেন,
বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আলহাজ্ব শাহাবুদ্দিন।
জনাব ইফতেকারুল হাসান চৌধুরী- সিইও গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড।
বিশিষ্ট ব্যক্তিত্ব ,সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল পাশা।
প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিসেস রোশনারা পলি (পাসপোর্ট ও ভিসা উইংস)।সেমিনারে সভাপতি ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হক সাহেবের মূল্যবান বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষনা করা হয়।বক্তারা বৈধ পথে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা, গুরুত্ব এবং অবৈধ পথে টাকা পাঠালে অপকারিতা ও ক্ষতিসমূহ তুলে ধরেন আর বাংলাদেশী যারা ওমানে হুন্ডি ও বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবসা করেন তাদেরকে হুঁশিয়ারি প্রদান করেন।
ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের লিখিত পরামর্শ অনুযায়ী সেমিনারের আয়োজকরা উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের কে ওমানের আইন কানুনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকা এবং ওমান সরকারের ভালবাসা অর্জনের জন্য কোনরূপ অবৈধ কাজ না করার পরামর্শ দেন এবং অত্র এলাকার সকলকে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.