২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ০১- আহত অন্তত ১০ জন

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ০১- আহত অন্তত ১০ জন

Sharing is caring!

 

জাহিদ হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ওমর আলী (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানান, তিস্তার চর এলাকায় জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে আবু সাঈদ ও আব্দুল বারীর মধ্যে বিরোধের চলে আসছে। এরই জেরে শুক্রবার উভয়ের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষ হয়। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুকসহ অন্যরা এগিয়ে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজন কে আটক করা হয়েছে। কার আঘাতে ওমর ফারুক মারা গেছেন, সে বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।