১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

পুলিশের অভিযানেই ধরা খেলেন ভুয়া পুলিশ এস আই আরমান

প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২২
পুলিশের অভিযানেই ধরা খেলেন ভুয়া পুলিশ এস আই আরমান

Sharing is caring!

মহানগর প্রতিনিধি চট্টগ্রাম

পেশায় গাড়িচালক হলেও কোমরে ওয়্যারলেস সেট, হাতে হ্যান্ডকাফ এবং একটি প্রাইভেটকার চালিয়ে দিব্যি ঘুরে বেড়াতেন হালিশহরে। পরিচয় দিতেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার এসআই। অপকর্ম চালাতেন এলাকাজুড়ে। আর সেই ভুয়া পুলিশই এবার ধরা খেলেন পুলিশের অভিযানে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হালিশহর আবাসিকের ৩ নম্বর সড়কের ২ নম্বর লেনের ২০/২২ নম্বর বাসা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার এসআই মো. ইমদাদ হোসেন চৌধুরী।

পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়টি প্রথমে ধরা পড়ে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক জুলহাজ নীলের কাছে। হালিশহর এলাকায় গত ৬ ডিসেম্বর একটি প্রতিবেদন করতে সরেজমিনে গিয়ে দেখেন, আরমান নামের এক যুবক স্পটে এসে নিজেকে হালিশহর থানার এসআই পরিচয় দিয়ে চড়াও হন। এরপর প্রতিবেদক নীলকে সংবাদ না করার জন্য হত্যার হুমকি দেন।

এ সময় আরমানের আচরণে সন্দেহ হলে সাংবাদিক জুলহাজ নীল তাকে চ্যালেঞ্জ করে হালিশহর থানায় যেতে বলেন। পরিস্থিতি আঁচ করতে পেরে আরমান তার ব্যবহৃত সিলভার কালারের প্রাইভেটকারটি চালিয়ে দ্রুত সরে পড়েন।

এ বিষয়ে জুলহাজ নীল হালিশহর থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশের অভিযানেই গ্রেপ্তার হন ভুয়া এসআই আরমান চৌধুরী।

গ্রেপ্তারের পর আরমান পুলিশের কাছে দায় স্বীকার করেছেন বলে থানা সূত্রে জানা গেছে। আরমান পুলিশকে জানান, তিনি হালিশহরে বৌবাজার এলাকার সুমন নামের এক ঠিকাদারের গাড়িচালক।

হালিশহর থানার ওসি জহির উদ্দিন জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।