১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে কারামুক্তি পেলেন টিংকু দে

প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে কারামুক্তি পেলেন টিংকু দে

Sharing is caring!

কে এইচ মহসিন বান্দরবানঃ-

বান্দরবান কারাগার থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কারামুক্তি পেলেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার টিংকু দে। বিশেষ, বিশেষ দিবসে ভালো আচরণের জন্য কয়েদীদের মুক্তি দেওয়া হয়।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা কারাগার হতে মুক্তি দেওয়া হয় তাকে। টিংকু দে (৩০) চট্টগ্রামের পটিয়া হালিশহর এলাকার বাবলা দের ছেলে।

এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, জেল সুপার জান্নাত-উল ফরহাদ, জেলার মুহাম্মদ জাহেদুল ইসলাম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেল সুপার জান্নাত-উল ফরহাদ জানান, ২০১৮ সালে মোটরসাকেল চুরির অপরাধে ৩ বছর সশ্রম ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। এরই প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ ডিসেম্বর কারাগারে আসেন টিংকু দে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ১ বছর ৯ মাস ১৭ দিন কারা ভোগের পর আজ ৮ ডিসেম্বর বিকাল ৪টায় তাকে কারা মুক্তি দেওয়া হয়।

এ ছাড়া গত ঈদুল ফিতর উপলক্ষে ফক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে ৬ মাস কারা ভোগের পর মুক্তি দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসক বলেন, শর্ত পূরণ হলে প্রতি বিশেষ বিশেষ দিনে কম অপরাধমূলক বিভিন্ন কয়েদিকে মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি দপ্তরে সুপারিশ পাঠানো হয়। অনুমতি পেলে অনুমোদন প্রাপ্তদের কারা মুক্তি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর উপলক্ষে বান্দরবান জেলা কারাগার হতে ৩ জন কয়েদিকে মুক্তির প্রস্তাব পাঠানো হলে তাদের মধ্য হতে টিংকু দেকে মুক্তি প্রদানের অনুমতি পাওয়ায় আজ তাকে কারা মুক্তি দেওয়া হলো।