Sharing is caring!
জাহিদ হাসান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় EDPR-এর নতুন পোশাক সহ খাবার বিতরণ করা হয়েছে। নতুন পোশাক পেয়ে খুশি হয়েছে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এ সময় পোশাকের পাশাপাশি শিক্ষার্থীর দের মাঝে খাবার বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পাইকারটারী জামে মসজিদে ওই সব শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয়।
হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশু শিক্ষার্থীদের নতুন পোশাক ও খাবার বিতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকারটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাইকারটারী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সাজ্জাদ হোসেন আরিফ সহ এলাকার স্থানীয় জন সাধারন।