২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষকদের মাঝে বীজ ও জৈব সার বিতরণ করলেন কৃষি অফিস

প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২
কৃষকদের মাঝে বীজ ও জৈব সার বিতরণ করলেন কৃষি অফিস

Sharing is caring!

দীঘিনালা,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা কৃষি অফিস বিতরণ করলেন কৃষি উৎপাদন ভুট্টা বীজ ও জৈব সার । মোট ১৩০ জন কৃষকদের মাঝে বিতরণ করলেন ভুট্টা বীজ এবং ডি আইপি, এমওপি স্যার । বাংলাদেশ কৃষি বিভাগ অনুযায়ী দীঘিনালা উপজেলা কৃষি অফিস ১৩০ জন কৃষকের মাঝে বিতরণ করলেন ভুট্টা বীজ এবং ডি আইপি, এমওপি সার । প্রত্যেক কৃষকদের মাঝে বিতরণ করা হয় দুই প্যাকেট ভুট্টা বীজ ২০ কেজি ডি আই পি সার, আর ১০ কেজি এমওপি সার ।

দীঘিনালা উপজেলা কৃষি উপসহকারী সুপন চাকমা
৫ই ডিসেম্বর জজ সোমবার এই কৃষি উপকরণ বিতরণ করলেন। এবং তিনি বাংলাদেশ কৃষি উৎপাদন নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন দীঘিনালা উপজেলা কৃষক শ্রমিকদের মাঝে। আরো বলেন বেশি বেশি কৃষি উৎপাদন করতে বলা হয় কৃষকদেরকে।

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে ফোনালাপ করি কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বীজ ও সার বিতরণের উদ্দেশ্যে।
কৃষি কর্মকর্তা জানান যে আমরা সরকারি নিয়ম অনুযায়ী নিয়মিত কাজ করে যাচ্ছি দীঘিনালা কৃষকদের কৃষি উৎপাদন বাড়ানোর জন্যে এবং আমরা আরো বেশি বেশি চেষ্টা চালিয়ে যাবো ভবিষ্যতে এই কৃষি উৎপাদন যেনো আরো অনেক পরিমাণে আয় আসে সাধারণ কৃষক যেনো এই কৃষি উৎপাদন এ আগ্রহ হয়।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।