১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ফাইতং ইটভাটায় বন বিভাগের অভিযানঃ ৫০৪০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার।

প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২
ফাইতং ইটভাটায় বন বিভাগের অভিযানঃ ৫০৪০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার।

Sharing is caring!

মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া

দক্ষিণ চট্টগ্রামের সীমান্তবর্তী পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৫০৪০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলাম, ক্যাম্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও ফাইতং বন ক্যাম্পের সদস্যগণ অভিযানে উপস্থিত ছিলেন। বনবিভাগ সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ইট ভাটায় জ্বালানী কাঠ হিসেবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে স্তুপ করে রেখেছে ইট ভাটার মালিকগণ। এমন খবরের ভিত্তিতে আজিজনগর ডলু রেঞ্জ কর্মকর্তা এস,এম, রেজাউল ইসলামের নেতৃত্বে ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করে ৫০৪০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বন সম্পদ রক্ষার্থে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। বন সম্পদ রক্ষার্থে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।