স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়েছে।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এর নির্দেশে সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর নেতৃত্বে ও করটিয়া চেকপোষ্ট স্টেশনের কর্মকর্তা এরশাদ হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বন বিভাগের এ অভিযানে রাবনা বাইপাস এলাকা হতে সকাল ৮টায় অভিযান চালিয়ে বিশেষ টহল বাহিনী ও করটিয়া চেক স্টেশন কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ওই ট্রাক আটক করা হয়।
বিশেষ টহল বাহীনির চৌকস টহল টিম কতৃক আটককৃত ট্রাক নং-ঢাকা মেট্রো: ট ১৫-৪৯২৭। ওই সময় আসামি গাড়ী রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মো. সাজ্জাদুজ্জামান বলেন, বনজ সম্পদ রক্ষায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। সংশ্লিষ্ট সকল মহলের যদি সহযোগিতা থাকে, তবে আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারব। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী বলেন বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.