চট্টগ্রাম প্রতিনিধি:
মরহুম জাফর আহমেদ স্মৃতি ১ম রাত্রিকালীন অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট এর সমাপ্তি গত ২৬ শে নভেম্বর রেলওয়ে হাসপাতাল (শহীদ আব্দুর রব কলোনী) কলোনীস্থ বর্ণক সংসদ মাঠে অনুষ্ঠিত হয়। মোট ৩২ টি দল উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। একমাস ব্যাপী রাত্রিকালীন অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে ১১ বাড়ী একাদশ এবং লায়ন একাদশ।
১১ বাড়ী একাদশ এবং লায়ন একাদশ দলের মধ্যে তীব্র উত্তেজনা মূলক ফাইনাল ম্যাচে ১১ বাড়ী একাদশ ২ - ১ গোলে লায়ন একাদশ দলকে হারিয়ে উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটি সাবেক সদস্য রিটু দাশ বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যংকের পি-এ-টু চেয়ারম্যান জনাব আকিজ উদ্দিন,ভেলুয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আব্দুর রউফ ভূট্টো এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড এর বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রফিক সওদাগর এবং মোঃ আলম এবং টুর্নামেন্ট এর উদ্যেক্তা মরহুম জাফর আহমেদ এর সুযোগ্য সন্তান মো হারুন, মোঃ মিন্টু ও মোঃ জাবেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ যুব সমাজকে নেশা ও মাদকের হাত থেকে রক্ষা করার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে চট্টগ্রাম শহরে খেলাধুলা করার উন্মুক্ত খেলার মাঠের জন্য জেলা প্রশাসক সহ অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেন। উক্ত টুর্নামেন্ট সফলভাবে শেষ করার জন্য টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়ারদের পুরস্কার এবং বিভিন্ন পর্যায়ে খেলোয়ারদের পুরস্কার বিতরনের মাধ্যমে উক্ত টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.