Sharing is caring!
স্টাফ রিপোর্টার: এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ – ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬ শত ২ জন।
পরীক্ষার গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
জিপিএ – ৫ প্রাপ্তদের মধ্যে অন্যতম একজন হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম গ্রামের মরিয়ম আক্তার। তাঁর বিদ্যালয় এর নামঃ বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
মরিয়ম প্রত্যন্ত এলাকার নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির পরিবারের সন্তান। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই তাঁর মেধাকে আটকাতে পরেনি। তার পিতার নামঃ ময়নাল হক। মাতার নামঃ মনোরা বেগম।
তাঁর এসএসসি পরীক্ষার ফলাফল জিপিএ – ৫ (গোল্ডেন) আজকে প্রকাশিত হওয়ায় পুরো গ্রামজুড়ে প্রশংসার ছড়াছড়ি।মানুষ তাঁর এই কৃতিত্বকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে তাঁর পরিবার, প্রতিষ্ঠান এবং সর্বোপরি তাঁর এলাকাবাসী।
বিভিন্ন তথ্য উদঘাটন করে জানা যায় ১৯৭২ সালে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবদি পর্যন্ত এতোটা সুনামের সাথে কেউ সর্বোচ্চ ফলাফল জিপিএ – ৫ (গোল্ডেন) অর্জন করতে পারেনি। মরিয়ম সর্বোচ্চ ভালো ফলাফল এনে দিয়েছে তাঁর প্রতিষ্ঠানকে।
মরিয়ম তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও মেধার মাধ্যমে প্রমাণ করেছেন যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আধুনিক সুযোগ – সুবিধা গ্রহণ না করেও জিপিএ – ৫ (গোল্ডেন) পাওয়া সম্ভব।